রায়গঞ্জ: প্রধানমন্ত্রী আবাস যোজনার সঠিক বণ্টন সহ মোট ৭ দফা দাবিতে ১০ নম্বর মাড়াইকুড়া অঞ্চলের প্রধানকে ডেপুটেশন দিল বিজেপি। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ করে আসছে বিজেপি। অভিযোগ, যোজনার প্রাপ্য টাকা একজনের বদলে চলে যাচ্ছে অন্যজনের অ্যাকাউন্টে। ঘর দেওয়ার নাম করে উপভোক্তাদের থেকে টাকা দাবি করা হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও বিভিন্ন সংসদের যোগ্য উপভোক্তাদের অনেকেই কোনও টাকা পাননি। যারা আর্থিক দিক দিয়ে সচ্ছল তাঁরা ঘর পেয়েছেন। এদিন বিজেপির ৩২ নম্বর মণ্ডল কমিটির সভাপতি জ্যোতিষ চন্দ্র দাস বলেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরগুলি যাতে সঠিকভাবে বণ্টন হয় সেই দাবিপত্র তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বেহাল রাস্তাঘাটের সংস্কার, বয়স্ক নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা প্রদান, দুর্নীতিমুক্তভাবে ১০০ দিনের কাজ করার দাবি জানানো হয়েছে।‘
যদিও তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল দেবশর্মার দাবি, তাঁরা স্বচ্ছভাবেই আবাস যোজনার বণ্টন করেছেন। আগামী দিনেও স্বচ্ছভাবে করা হবে। আর ১০০ দিনের কাজ পুরোপুরিভাবে বন্ধ। তাই বিজেপির অভিযোগের কোনও ভিত্তি নেই।
আরও পড়ুন : গ্রামীণ ক্রীড়া অনুষ্ঠান পতিরামে