কালিয়াগঞ্জ: রাসায়নিক সার ও বীজের কালোবাজারি বন্ধ সহ সাত দফা দাবিতে কালিয়াগঞ্জের ব্লক কৃষি আধিকারিককে স্মারকলিপি দিল বিজেপি। বৃহস্পতিবার দুপুরে ধনকৈল অঞ্চলের লক্ষ্মীপুর এলাকার কালিয়াগঞ্জ(Kaliaganj) কৃষক বাজারে অবস্থিত কৃষি দপ্তরের আধিকারিক মৌমিতা ঘোষের হাতে স্মারকলিপিটি তুলে দেন বিজেপির ২৭ নম্বর গ্রামীণ মণ্ডল নেতৃত্ব সহ শহরের কয়েকজন বিজেপি কাউন্সিলার। উপস্থিত ছিলেন জেলা বিজেপির তপশিলি জাতি মোর্চার সভাপতি তারিণীকান্ত রায়, বিজেপির জেলা পরিষদের সদস্য কমল সরকার, বিজেপি কাউন্সিলার গৌরাঙ্গ দাস, গৌতম বিশ্বাস প্রমুখ।
এদিন কৃষক বাজারে বিজেপির অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানকে ঘিরে ছিল পুলিশি কড়া নিরাপত্তা। লক্ষ্মীপুর হাইস্কুল এলাকা থেকে মিছিল কৃষক বাজারে পৌঁছাতেই বাজারের সদর দরজা বন্ধ করে দেয় পুলিশ। কৃষক বাজারের ভিতর ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় বিজেপি নেতৃত্বের। তাঁদের দাবি, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানে ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে পুলিশ। তবে, শেষে কৃষক বাজারের ভিতর কৃষি আধিকারিকের দপ্তরের সামনে পর্যন্ত যাওয়ার এবং শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ প্রদর্শনের অনুমতি পান বিজেপি নেতারা। বিজেপি নেতা তারিণীকান্ত রায় অভিযোগের সুরে বলেন, ‘রাজ্যের প্রশাসনিক দপ্তরগুলো তৃণমূলের ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। অন্ধকারে থেকে দপ্তর চালাচ্ছেন তৃণমূল নেতারা। আর ব্লকের কৃষি আধিকারিক ওই তৃণমূল নেতার অঙ্গুলিহেলনে চলছেন।‘ যদিও অভিযোগকে মিথ্যা দাবি করে কালিয়াগঞ্জ ব্লক কৃষি আধিকারিক মৌমিতা ঘোষ জানান, রাজ্য সরকারের দেওয়া গাইড লাইন মেনেই সব কাজ হয়।