তুফানগঞ্জ : লকডাউন পরিস্থিতিতে জরুরি পরিষেবার কাজে যুক্ত ব্যক্তিদের মালা পড়িয়ে সংবর্ধনা দিল বিজেপি। মঙ্গলবার তুফানগঞ্জ পুরভবনের সামনে বিজেপির তুফানগঞ্জ শহর মণ্ডল কমিটির তরফে পুলিশ, সাফাইকর্মী ও স্বাস্থ্যকর্মীদের মালা পড়িয়ে ও হাততালি দিয়ে কাজের প্রতি উৎসাহিত করা হয়।
বিজেপির তুফানগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি রিপন পাল বলেন, ‘লকডাউন পরিস্থিতিতে জরুরি পরিষেবার কাজে যুক্ত ব্যক্তিরা নিজেদের জীবনের কথা না ভেবে যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তা প্রশংসার দাবি রাখে। তাদের কুর্নিশ জানাতে আমাদের এই উদ্যোগ।’
বিজেপির তরফে জানানো হয়েছে, যাতে লকডাউনের বাকি দিনগুলোতেও একইভাবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাজ করে যান, সেজন্য দলের তরফে তাঁদের উৎসাহিত করা হয়েছে।