রতুয়া: প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন-দুঃশাসন বলে কটাক্ষ করায় মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বিরুদ্ধে রতুয়া(Ratua) থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। মঙ্গলবার রতুয়া থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন সাবিত্রী মিত্র। এদিন থানার সামনে সাবিত্রী মিত্র’র কুশপুতুল দাহ করা হয়। তাঁকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে। অবিলম্বে তাঁকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপি নেতা সুকান্ত সিংহ, অর্ধেন্দুশেখর রায় প্রমুখ। এদিন পথে নামে বিজেপি যুব মোর্চা। মানিকচকের মথুরাপুর চৌরঙ্গি মোড়ে মালদা চাঁচল রাজ্য সড়ক অবরোধ করে সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়। বিধায়কের গ্রেপ্তারের দাবিতে চলে স্লোগান।
হিরণকে চরম হুঁশিয়ারি অজিত মাইতির, ছবি বিতর্ক তুঙ্গে
ডিজিটাল ডেস্কঃ খড়্গপুরের বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chattopadhyay) এবং পশ্চিম মেদিনীপুর তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির ছবি ঘিরে বিতর্ক...
Read more