কলকাতা: বিজেপির বস্ত্র বিতরণ কর্মসূচি ঘিরে গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে।
গতকাল খড়গপুরের ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে স্থানীয় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বস্ত্র বিতরণ কর্মসূচি ছিল। অভিযোগ, সেই কর্মসূচি সেরে ফেরার পথে বিধায়কের অনুগামী হিসেবে পরিচিত বিজেপির এক মহিলা কর্মীকে হেনস্তা করা হয়। খড়গপুর উত্তর মণ্ডলের বিজেপি সভাপতি দীপসোনা ঘোষ ও তাঁর দলবলের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, মহিলা কর্মীকে বাঁচাতে গিয়ে আহত হন আরও কয়েকজন বিজেপি কর্মী। এই ঘটনায় দীপসোনা ঘোষ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও বিজেপি বিধায়ক হিরণের দাবি, এই কাজ দুষ্কৃতীদের। বিজেপির কোনও কর্মী ঘটনায় যুক্ত নন। যদিও সবটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই মনে করছেন অনেকে।