মেখলিগঞ্জ : পরেশ অধিকারীকে জুতো পেটা করার নিদান দিয়ে বিতর্কে বিজেপি নেতা দধিরাম রায়। এদিন মেখলিগঞ্জ বাজারে বিজেপির একটি সভা থেকে এই মন্তব্য করেন তিনি। এদিন বিজেপির সভায় সব বক্তারই আক্রমণের লক্ষ্য ছিলেন পরেশ অধিকারী। তবে সকলের মধ্যে দধিরামই বক্তব্যে মাত্রা ছাড়ান। পরে তিনি বলেন, ‘চোরদের দেখলে জুতোর মালা পড়াতে হয়। তাই এ কথা বলেছি।’ যদিও মেখলিগঞ্জ আইএনটিটিইউসির শহর সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী বলেন ‘দধিরাম রায়ের রাজনৈতিক জীবন পরেশচন্দ্র অধিকারীর ছত্রছায়াতেই বেড়ে উঠেছিল। দধিরামবাবুকেও একসময় কারাবাস করতে হয়েছিল। কেন্দ্রীয় সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য সংস্থা সিবিআইকে বিজেপির নেতারাই বিশ্বাস করেন না তা দধিরাম রায়ের বক্তব্যে স্পষ্ট। ভবিষ্যতে দধিরাম রায়কে এই মন্তব্যের জন্য জবাব দিতে হবে।’
তবে শুধু দধিরাম নয়, পরেশ অধিকারীকে আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দীলিপ ঘোষও তিনি বলেন ‘পরেশবাবু যখন বামফ্রন্টের মন্ত্রী ছিলেন তখন নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছেন। সিবিআই তদন্ত না হলে আমরা জানতে পারতাম না। পুলিশ এখন ঠুঁটো জগন্নাথ হয়ে গেছে।’