ডিজিটাল ডেস্ক : মধ্যপ্রদেশের দলিত বিজেপি (BJP) নেতা আপত্তিকর মন্তব্য করায় দল থেকে করা হল বহিষ্কার। জানা গিয়েছে, প্রীতম লোধি নামক এক বিজেপি নেতা গত ১৭ ই আগস্ট রানী অবন্তীবাই লোধির জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেখানেই মঞ্চ থেকে তিনি ব্রাহ্মণদের অভিযুক্ত করেন। এমনকি সামনে বসে থাকা মহিলাদের বিরুদ্ধেও কটুক্তি করেন বলে জানা গিয়েছে। তারপর থেকেই প্রীতম লোধির বিরুদ্ধে দলের অন্দরেও যেমন সমালোচনা বাড়ছিল, তেমনই একাধিক ব্রাহ্মণ সংগঠন ও মধ্যপ্রদেশের বিরোধীদল কংগ্রেসের তরফ থেকেও প্রীতম লোধির মন্তব্য নিয়ে ব্যাপক প্রতিবাদ জানানো হচ্ছিল। এরপরেই প্রীতম লোধি নামক দলিত নেতাকে বহিষ্কার করে বিজেপি। প্রীতম লোধির মন্তব্য কার্যত বিজেপির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইন্দিরা-রাজীব মৃত্যু নিয়ে মন্তব্য বিজেপি মন্ত্রীর, বিতর্ক তুঙ্গে
ডিজিটাল ডেস্কঃ রাজীব গান্ধি এবং ইন্দিরা গান্ধির মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরাখণ্ডের মন্ত্রী গণেশ যোশি (Ganesh Joshi)। এদিন তিনি...
Read more