ডিজিটাল ডেস্কঃ রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব গেরুয়া শিবির। এবার বিচার চাইতে ভোট-পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে রাজভবনে গেলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্যরা। রীতিমতো রাজভবনে গিয়ে নিহতদের পরিবারকে নিয়ে ধরনায় বসেন বিজেপি নেতা নেত্রীরা। রাজ্যপাল ধনকর অবশ্য বিজেপি নেতৃত্ব এবং নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে শোনা যাচ্ছে। তঁদের অভিযোগ শুনে পাল্টা রাজ্যপাল রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। অন্যদিকে রাজ্যপাল এবং বিজেপির এহেন আচরণের তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কার্যত তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, বিজেপির ধরনা দেওয়ার জন্য রাজভবন কিভাবে খুলে দেওয়া হতে পারে? সব মিলিয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে আরও একবার তৃণমূল এবং বিজেপির চাপানউতোর তুঙ্গে।
আরও পড়ুনঃ কেন্দ্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়ে ভিডিও বার্তা কেএলও-র