নয়াদিল্লি: ফ্ল্যাট থেকে বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার হিমাচলপ্রদেশের মান্ডির সাংসদ রাম স্বরূপ শর্মার দিল্লির বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
এদিন, সাংসদের বাড়ির এক কর্মচারীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘরের দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছান বিজেপির নেতারা। ঘটনাস্থলে যান কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। সমবেদনা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই এদিন সকালে নির্ধারিত সংসদীয় পার্টির বৈঠক বাতিল করেছে বিজেপি।
Delhi: The body of BJP MP Ram Swaroop Sharma being brought out of his residence. MoS Finance and Corporate Affairs Anurag Thakur reaches the spot. pic.twitter.com/Dsek4KrbVi
— ANI (@ANI) March 17, 2021
প্রসঙ্গত, ১৯৫৮ সালে মান্ডি জেলার জলপাহার গ্রামে জন্ম রাম স্বরূপ শর্মার। ২০১৪ সালে প্রথম সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মান্ডি থেকে পুনরায় জয়ী হন। তিনি বিদেশ বিষয়ক স্থায়ী কমিটি এবং বিদেশমন্ত্রকের পরামর্শক কমিটির সদস্য ছিলেন।