ভোপাল, ৯ জুনঃ থানায় ঢুকে পুলিশ কর্মীকে থাপ্পড় মারার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের দেওয়াস জেলার উদয়নগরের ঘটনা। ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি-তে।
জানা গিয়েছে, একটি ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য থানার যেখানে রাখা হয়েছিল সেখানেই ঢুকতে চেয়েছিলেন বিজেপি বিধায়কের ভাইপো। তাঁকে বাধা দিতে গেলে দুজনের মধ্যে বচসা বেঁধে যায়। এই ঘটনার কথা শুনেই ওই বিধায়ক থানায় চলে আসেন। এরপরই শুরু হয় তাণ্ডব। অভিযুক্ত ওই বিজেপি বিধায়ক জানিয়েছেন, এলাকার কিছু সন্দেহজনক লোকজনদের গতিবিধি পুলিশকে জানাতে এসেছিলেন। পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে বচসা জুড়ে দেন। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
- Advertisement -