ফাঁসিদেওয়া, ১২ ডিসেম্বরঃ ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গোরু পাচারের সমস্যা ঠেকাতে গ্রামবাসীদের নিয়ে একটি বিশেষ দল গঠনের বিএসএফ এর কাছে প্রস্তাব দেবে বিজেপি। রবিবার ফাঁসিদেওয়া ব্লকের বাণেশ্বরজোতে গ্রামবাসীদের উপস্থিতিতে বিএসএফ এর ১৭৬ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে বিজেপি বিধায়করা বৈঠক করলেন। এদিনের এই বৈঠকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ, ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মূমূ, দলের জেলা কমিটির নেতা প্রাণগৌরাঙ্গ দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।
বিভিন্ন সময়ে ব্লকের কাঁটাতারহীন ধনিয়া মোড়, বাণেশ্বরজোত সীমান্ত দিয়ে গোরু পাচারের অভিযোগ ওঠে। এলাকার কৃষকদের চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি, অনুপ্রবেশ সংক্রান্ত নানা সমস্যায় জর্জরিত শিলিগুড়ির এই গ্রাম। সকল সমস্যা সমাধানের লক্ষ্যে এদিন বৈঠক করা হয়েছে। স্থানীয়রা এই সভায় উপস্থিত হয়ে নিজেদের সকল সমস্যার কথা তুলে ধরেন। তবে, সমস্যা কত দ্রুত সমাধান হয়, সেদিকেই তাকিয়ে ফাঁসিদেওয়ার বাসিন্দারা৷
স্থানীয় বাসিন্দা প্রফুল্ল গোস্বামী বলেন, গোরু পাচারের জেরে এলাকায় তৈরি হওয়া সকল সমস্যার কথা এদিন বিএসএফ এর কমান্ডেন্ট সাহেবের কাছে তুলে ধরেছি। তারা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। বিএসএফ এর ১৭৬ নম্বর ব্যাটালিয়ানের কমান্ডেন্ট সুরেন্দ্র সিং সিরোহী বলেন, আমরা সব সময় সীমান্তে নিরাপত্তার বিষয়ে তৎপর। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আগামীদিনে সকল সমস্যার সমাধান হবে বলে তিনি দাবি করেন। এছাড়াও, এদিনের বৈঠক থেকে এই সীমান্তে কম সংখ্যাক নিরাপত্তা রক্ষী রয়েছে বলে জানা গিয়েছে।
ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মুর্মু বলেন, আমরা সাধারণ মানুষের সমস্যা নিয়ে এদিন বাণেশ্বরজোত ক্যাম্পে এসে আলোচনা করলাম। অন্যদিকে, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, এদিনের বৈঠকে এলাকার সমস্যা মেটাতে গ্রামবাসীদের নিয়ে একটি বিশেষ দল গঠনের কথা আলোচনা হয়েছে। ওই দলে কয়েকজন গ্রামবাসী থাকবেন। বিষয়টি নিয়ে আমরা প্রস্তাব জানাবো। তিনি আরও বলেন, উন্মুক্ত সীমান্তে আমরা কাঁটাতার লাগানোর বিষয়ে বিধানসভায় দাবি জানাবো। আমি মনে করছি এলাকার মানুষের সমস্যা দ্রুত সমাধান করতে পারবে বিজেপি সরকার।