ডিজিটাল ডেস্ক: জল সংরক্ষণ করার কথা বলতে গিয়ে বিজেপি নেতা করে ফেললেন বিতর্কিত মন্তব্য। আর তাই নিয়ে শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে ব্যাপক চর্চা। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের রেওয়া কেন্দ্রের বিজেপি সাংসদ জনার্দন মিশ্র (Janardhan Mishra) প্রায়সময়ই সংবাদ শিরোনামে থাকেন। এর আগেও তিনি তাঁরই লোকসভা কেন্দ্রের একটি মেয়েদের স্কুলে বৃক্ষরোপণ উৎসবে যোগ দিতে গিয়ে সেখানে স্কুলের টয়লেট নিজের হাতে পরিষ্কার করেন। এবং তিনি রীতিমতো ভাইরাল হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ায়। আর এবার নিজের বক্তব্যের মাধ্যমে চর্চায় উঠে এলেন তিনি।
জানা গিয়েছে, রবিবার ভোপাল থেকে ৫৩০ কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের রেওয়া জেলায় একটি জল সংরক্ষণ ওয়ার্কশপে তিনি অংশগ্রহণ করেছিলেন। আর সেখানে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি অদ্ভুতভাবে জল সংরক্ষণের সঙ্গে মদ্যপান এবং তামাক সেবনের প্রসঙ্গটি জুড়ে দেন। সম্প্রতি বিজেপি সাংসদ জনার্দন মিশ্রের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিও এখনও খতিয়ে দেখেনি উত্তরবঙ্গ সংবাদ।
#WATCH | Rewa, Madhya Pradesh: "Lands are running dry of water, it must be saved… Drink alcohol, chew tobacco, smoke weed or smell thinner and solution but understand the importance of water," says BJP MP Janardan Mishra during a water conservation workshop pic.twitter.com/Nk878A9Jgc
— ANI (@ANI) November 7, 2022
তবে জানা যাচ্ছে, ওই ভিডিওতে বিজেপি সাংসদ বলেছেন, “প্রত্যেক জলের স্তর কমছে। যখন এর কোনও বিকল্প নেই এবং অনেক বেশি পরিমাণে জল ব্যবহার হচ্ছে তখন এরকম হতই। টাকা খরচ করলেই একমাত্র এই পরিস্থিতি থেকে বাঁচা সম্ভব।” তিনি আরও বলেন, ‘আমার কোনও সমস্যা নেই। আপনি তামাক সেবন করেন, মদ পান করেন, গাজা সেবন করেন বা থিনারের গন্ধ নেন বা কোনও ধার্মিক কাজে খরচ করেন। তবে জল সংরক্ষণের গুরুত্বটা বুঝুন।’ খুব স্বাভাবিকভাবেই জল সংরক্ষণের কথা বলতে গিয়ে বিজেপির সাংসদের মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিরোধীদের কটাক্ষ।