শিলিগুড়ি: আদিবাসীদের উন্নয়নে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিলেন মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই বৈঠকেই আমন্ত্রিত ছিলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাও৷ যদিও কলকাতায় থাকায় তিনি বৈঠকে অংশ নিতে পারেননি৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় ট্রাইবাল অ্যাডভাইসরি কাউন্সিলের বৈঠক করেন। সেখানে আদিবাসীদের জন্য বিভিন্ন কাজের পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন সদস্যরা নতুন কাজের প্রস্তাব দেন। মুখ্যমন্ত্রী জানান, আদিবাসীদের জন্য অনেক কাজ তাঁরা করেছেন। আদিবাসীদের জমি হস্তান্তর আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৫ বছরে ২০ লক্ষ ঘর তৈরি করার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি চা-সুন্দরী প্রকল্প সহ একাধিক উদ্যোগের কথাও তুলে ধরেন।
আরও পড়ুন: শিলিগুড়িতে জিতেই মানুষকে সঙ্গে নিয়ে চলার নির্দেশ মুখ্যমন্ত্রীর