খড়িবাড়ি: সীমান্তের গ্রাম পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সরাসরি বিডিওকে ফোন করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্টা। সোমবার ভারত-নেপাল সীমান্ত গ্রাম পরিদর্শন ও সম্পর্ক অভিযানে আসেন সাংসদ। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শোনেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তিনি এদিন খড়িবাড়ি বিডিওকে ফোন করেন। কেন ডোহাগুড়ি এলাকার প্রথম তালিকা থাকা ১২৬ জনের নাম আবাস তালিকা থেকে বাদ গিয়েছে, তার খোঁজখবর নেন সাংসদ। কিছুদিনের মধ্যেই সমীক্ষা করে ফের নতুন তালিকা তৈরি হবে বলে আশ্বস্ত করেন তিনি। সমীক্ষার কাজে বিডিওকে সহযোগিতা করতেও বলেছেন সাংসদ।
খড়িবাড়ির (Khoribari) পশ্চিম রামধন এলাকায় এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে গ্রাম সভা করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেন সাংসদ। পাশাপাশি স্থানীয়দের সমস্যা লিপিবদ্ধও করা হয়। বিজেপির যুব মোর্চার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজু বিস্টা ছাড়াও সভায় উপস্থিত ছিলেন দুই বিধায়ক আনন্দময় বর্মন ও দুর্গা মুর্মু। স্থানীয় পঞ্চায়েতের প্রতিটি সদস্য ও পঞ্চায়েত সমিতিকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেন সাংসদ। পাশাপাশি, এলাকার রাস্তা ও বাঁধ তৈরির কাজের আশ্বাসও দেন তিনি।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : নেতাজির জন্মদিন পালন নিয়ে বিবাদ, উত্তপ্ত মুর্শিদাবাদ