তুফানগঞ্জ: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অন্দরান ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ দুই পঞ্চায়েত সদস্য। একই সঙ্গে এলাকার পাঁচশো জন বিজেপি নেতা কর্মী, সমর্থক এদিন তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি। তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। এদিন বলরাম পুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির আইটি সেলের ৫০ জন কর্মী তৃণমূলে যোগ দেন বলে জানা গেছে। এই দল বদলের ফলে তুফানগঞ্জ মহকুমায় আর কোনও গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকল না। অন্দরান ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধরণীকান্ত বর্মন জানান, এলাকার উন্নয়নের স্বার্থে বিজেপি ছেড়ে নিজের ইচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন।
এদিন তৃণমূলের তুফানগঞ্জ ১(এ), বি, তুফানগঞ্জ ২ ব্লক, তুফানগঞ্জ শহর ব্লক কমিটির কর্মিসভা অনুষ্ঠিত হয়। তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘আমাদের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে আগামীদিনে দেখা। সেই লক্ষ্য নিয়ে আমাদের এগোতে হবে।’ বিজেপির জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘অন্দরান ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতে আমাদের দলের একজন নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন। তিনি ধরনীকান্ত বর্মন। বাকিরা আমাদের দলের কেউ ছিলেন না। তারা তৃণমূল থেকে আমাদের দলে এসেছিলেন। সুযোগ বুঝে তৃণমূলে ফিরে গিয়েছেন।’