বর্ধমান, ১১ মার্চঃ লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই বেদখল তৃণমূল কংগ্রেসের কার্যালয় হয়ে গিয়েছিল। বুধবার ফের পূর্ব বর্ধমানের গাংপুর স্টেশন সংলগ্ন এলাকায় থাকা ওই দলীয় কার্যালয়টি তৃণমূল কংগ্রেস পুনর্দখল করল। বিজেপি-র কার্যালয়টিতে এদিন তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। গাংপুর এলাকার তৃণমূল নেতা আজাদ হোসেন জানিয়েছেন, গাংপুর স্টেশনের কাছে তৃণমূল কংগ্রেসের হকার ইউনিয়নের কার্যালয় ছিল। লোকসভা ভোটের ফল প্রকাশের পর বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেয়। তারপরেই বিজেপির লোকজন তৃণমূলের কার্যালয়টি দখল করে।রাতারাতি কার্যালয়টি বিজেপির হকার্স ইউনিয়নের অফিসে পরিণত করা হয়েছে।বিজেপিতে যাওয়া তৃণমূল কর্মীদের অনেকেই সম্প্রতি আবার আগের দলেই ফিরে এসেছে। বিজেপি নেতা মন্মথ অধিকারী অভিযোগ করেছেন, পুলিশের সহযোগিতায় তৃণমূল তাঁদের কার্যালয় দখল করে নিয়েছে।
এদিকে পার্টি অফিস পুণর্দখল নিয়ে এদিন দু’পক্ষের মধ্যে অশান্তি বেধে যায়। উত্তেজনা চরমে উঠলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।