গঙ্গারামপুর: মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে দলের কর্মীদের। এমনকী বিজেপি কর্মীরা আক্রান্ত হলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এমনই অভিযোগ তুলে গঙ্গারামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। এদিন থানার আইসির কাছে এনিয়ে স্মারকলিপিও দিয়েছেন বিজেপি কর্মীরা। শনিবার বিজেপির কর্মসূচিকে ঘিরে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিন বিজেপির কর্মী সমর্থকরা প্রথমে গঙ্গারামপুর থানার সামনে জমায়েত করে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে বিজেপির সাতজনের একটি প্রতিনিধির দল আইসির সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন।
এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সাধারণ সম্পাদক স্বরূপ চৌধুরী, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্যরা। বিজেপির অবস্থান বিক্ষোভ ঘিরে থানা চত্বরে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। মোতায়ন করা হয় কমব্যাট ফোর্সও।