শিলিগুড়ি: শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সরব বিজেপি। সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে প্রতিবাদ জানান তাঁরা।এদিন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের নেতৃত্বে বিজেপি প্রার্থীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার মেলা সহ সবকিছু খুলে দিয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রেই তাঁদের যত অনীহা। কোভিড প্রোটোকল মেনে অভিভাবকদের সম্মতিতে অবিলম্বে স্কুল খোলার দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন : শ্রমিককে খুন, কাঠগড়ায় সপরিবার তাঁত মালিক