শিলিগুড়ি: শিয়রে পুরভোট। তাঁর আগেই পুলিশের জালে তৃণমূল যুবর দুই নেতা। অপহরণের অভিযোগ বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে পুর ভোটের প্রাক্কালে ক্রমেই সুর চড়াতে শুরু করেছে বিরোধী শিবির। অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির।
২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবককে অপহরণের অভিযোগে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তপন দাস, যুব নেতা রতন পাল ও রাজু সিংকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ধৃত তপন দাস এবং রতন পালের সঙ্গে জেলা তৃণমূলের তাবড় নেতৃত্বর যোগ রয়েছে। এছাড়াও ২৪ নম্বর ওয়ার্ডে তাদের যথেষ্ট প্রভাবও রয়েছে বলেই খবর। যদিও বর্তমানে তৃণমূল শিবির অবশ্য সেসব অস্বীকার করেছে। তবে, পুর ভোটের প্রাক্কালে এই গ্রেপ্তারির ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে গেরুয়া শিবির। তৃণমূলের ভূমিকায় প্রশ্ন তুলে শুক্রবার শহরের হাসমিচকে বিক্ষোভ দেখানো হয়। নেতৃত্ব দেন রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদক তথা শিলিগুড়ি পুর এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শংকর ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, কাঞ্চন দেবনাথ সহ অন্য়ান্যরা।