লখনউ: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার এই ইস্তাহার প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ‘লাভ জিহাদ’ রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে এই ইস্তাহারে। উল্লেখ করা হয়েছে, লাভ জিহাদের জন্য যারা দোষী সাব্যস্ত হবে তাদের ১০ বছরের জেল এবং ১ লক্ষ টাকা জরিমানা করা হবে। লাভ জিহাদ রুখতে গত বছর নভেম্বরে একটি আইন পাশ করে যোগী সরকার। ইস্তাহারে সেচের জন্য কৃষকদের বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি এবং প্রতিটি পরিবারে অন্তত একজনের কর্মসংস্থানের সুযোগের কথা বলা হয়েছে।
ইস্তাহারে উজ্জ্বলা যোজনার আওতায় দু’টি বিনামূল্যের এলপিজি সিলিন্ডার (হোলি এবং দীপাবলিতে একটি করে) দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও ৬০ বছরের বেশি বয়সি মহিলাদের জন্য বিনামূল্যে গণপরিবহণ এবং কলেজ ছাত্রীদের জন্য বিনামূল্যে দুই চাকার গাড়ির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিধবাদের পেনশন বৃদ্ধি করে প্রতি মাসে ১৫০০ টাকা করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বিজেপির অন্যান্য প্রতিশ্রুতিতে রাজ্যের মাথাপিছু আয় দ্বিগুণ করার এবং ১০ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ইস্তাহারে।
আরও পড়ুন:প্রধানমন্ত্রী হলেও শেষ পর্যন্ত সরে যেতে হল হেক্টরকে