শিলিগুড়ি: ফের বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকের দ্বিতীয় দিনে বুধবার নাম না করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। এদিন দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার প্রাশাসনিক বৈঠকে ৩ জেলার সরকারি প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ তুলে মমতা বলেন, ‘টাকা থাকলে মিথ্যে খবর করানো যায়। রাজনীতি মানে মিথ্যে বলা নয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যে ছড়াচ্ছে বিজেপি। টাকা দিয়ে হোয়াটসঅ্যাপে ৫০,০০০ গ্রুপ খুলেছে, আর দাঙ্গা বাঁধাচ্ছে। বিডিও, এপি, আইসিরা নজর রাখুন। শুধু দিদি দেখবে আর কেউ দেখবে না, তা হবে না।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অনেকে বলে উত্তরবঙ্গে না কি কোনও কাজ হয়নি। আমাদের শাসনে উত্তরবঙ্গে যা কাজ হয়েছে তা আগে কখনও হয়নি। যারা আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে তারা সব থেকে বড় গুন্ডা। পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সব থেকে শান্তিপূর্ণ রাজ্য। যান উত্তর প্রদেশ, গুজরাটে কী হচ্ছে দেখুন।’ বিজেপির নাম না করে মমতা বলেন, ‘মানসিক সন্ত্রাস ছড়াচ্ছে। যা শারীরিক সন্ত্রাসের থেকেও ভয়ানক।’