ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। আর এই নিয়ে পশ্চিমবঙ্গের তরফ থেকে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলের তরফ থেকে। আর এবার বিজেপি নেতা অমিত মালব্য জানিয়েছেন- রাজস্থান, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে সবথেকে বেশি পেট্রোপণ্যের মূল্য। সে ক্ষেত্রে তিনি আবেদন করেছেন, এই তিন রাজ্য যাতে পেট্রোপণ্যের উপর থেকে শুল্ক কমায়। অন্যদিকে অমিত মালব্যকে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি থেকে সদ্য তৃণমূলে আসা জয়প্রকাশ মজুমদার। এদিন জয়প্রকাশ মজুমদার জানান, পশ্চিমবঙ্গের যতখানি ক্ষমতা ততখানি করছে। তবে তার আগে তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা না দিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উপর প্রতিহিংসা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে জমে উঠলো তৃণমূল এবং বিজেপি নেতার তরজা।
আরও পড়ুনঃ বিধানসভা কর্তৃপক্ষের উপহার মন্ত্রী ও বিধায়কদের জন্য