উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির স্লোগান ছিল, ‘রাজ নেহি রেওয়াজ বদলো।’ কিন্তু হিমাচলের মানুষ দেশের শাসকদলের সেই আর্জি শুনলেন না। ১৯৮২ সাল থেকে যে প্রতি নির্বাচনে ক্ষমতা বদলে দেওয়ার যে রেওয়াজ রয়েছে তাই বজায় রাখলেন হিমাচলীরা। এবার বিজেপির সরকারকে বিদায় দিয়ে কংগ্রেসকে জিতিয়েছেন তাঁরা।
সকাল থেকে টানটান উত্তেজনার প্রহর কাটানোর পর শেষ পর্যন্ত দেখা যাচ্ছে পাহাড়ি রাজ্যটি কংগ্রেসের হাতেই আসতে চলেছে। শেষ পাওয়া ফলাফল বলছে, হিমাচল প্রদেশে(Himachal Pradesh) ৩৯ আসনে জিততে চলেছে কংগ্রেস। বিজেপির দখলে যাচ্ছে ২৬টি আসন। আর নির্দল প্রার্থীরা জিতছেন ৩টি আসনে।
৬৮ আসনের হিমাচলে ম্যাজিক ফিগার ৩৫। অর্থাৎ, কংগ্রেস পরিষ্কার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাচ্ছে। আগের বারের থেকে ১৮টি আসন বাড়িয়ে সরকার গড়ার দরজায় পৌঁছে গিয়েছে হাত শিবির। তবে সরকার গড়ার মতো জায়গায় গেলেও আশঙ্কার চোরাস্রোত বইতে শুরু করেছে কংগ্রেসে। বিজেপির মুখ্যমন্ত্রী জনগনের রায় মেনে নিয়ে ইস্তফা দিলেও যেকোনও সময় দল ভাঙানোর খেলা শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কায় রয়েছে কংগ্রেস। কারণ কংগ্রেসের আসনসংখ্যা বিজেপির থেকে সামান্যই বেশি। তাই নিজের মতো করে ঘর গোছাতে শুরু করেছে কংগ্রেস। আগেভাগে বিধায়কদের সতর্ক করা হয়েছে। সব জয়ী প্রার্থীর কাছে ফোন গিয়েছে হাই কম্যান্ডের তরফে। কংগ্রেসের তিন শীর্ষনেতা রাজীব শুক্লা, দীপেন্দ্র হুডা এবং ভুপেশ বাঘেলকে ইতিমধ্যেই হিমাচলে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কংগ্রেসের আশঙ্কা মুখ্যমন্ত্রী পদের দাবি নিয়ে দলে তিন নেতার উপস্থিতি। ফলে কোনও ভাবে বিজেপি যাতে সেই দ্বন্দ্বের সুযোগ না নিতে পারে তাই এখন চাইছেন কংগ্রেস নেতৃত্ব।