দিনহাটা: তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। সোমবার রাতে দিনহাটার ভেটাগুড়ির রুইয়েরকুঠি এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, সেখানে অরুণ বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন। তাঁকে মারধরও করা হয়। ওই ব্যক্তি বিজেপি কর্মী বলে দলের তরফে দাবি করা হয়েছে। বিজেপি নেতৃত্ব রাতেই বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানান। পরে পুলিশ পৌঁছে অরুণবাবুকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার এবিষয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার। এদিন হাসপাতালে গিয়ে আহত কর্মীর সঙ্গে দেখা করেছেন বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায়। তাঁর অভিযোগ, ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।’ যদিও স্থানীয় তৃণমূল নেতা বিশু ধর অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।’
আরও পড়ুনঃ বকেয়া বিল সহ একগুচ্ছ দাবিতে সরব অঙ্গনওয়ারি কর্মীরা