বর্ধমান: শিক্ষক নিয়োগে দুর্নীতি (SSC Scam) মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেপ্তার হওয়া নিয়ে প্রতিনিয়ত তৃণমূলকে (TMC) বিঁধে চলেছে বিজেপি (BJP)। এমন অবস্থায় এবার বিজেপির বর্ধমান (Burdwan) সাংগঠনিক জেলার যুব সভাপতি পিন্টু সামের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আদায় ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে পিন্টু সামের বিরুদ্ধে। যদিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অভিযোগের অডিয়ো বা ভিডিয়ো- কোনওটারই সত্যতা উত্তরবঙ্গ সংবাদ যাচাই করে দেখেনি। তবে পঞ্চায়েত ভোটের আগে ভাইরাল হওয়া ভিডিয়ো ও অডিয়ো নিয়ে বিজেপির অন্দরেই শুরু হয়েছে বিতর্ক। এদিকে, তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে পঞ্চায়েত ভোটের প্রচারে হাতিয়ার করতে চাইছে। তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, “বিজেপির স্বরূপ ক্রমশ প্রকাশ হচ্ছে।“ তিনি প্রতারিতকে থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। যদিও জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা বলেছেন, ’পিন্টু ভালো কাজ করছেন। তাই তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এর পিছনে তৃণমূলের হাত থাকতে পারে।“ পিন্টুও একই দাবি করেছেন।
আরও পড়ুন : আরএসএস এবং বিজেপির সম্পর্ক বোঝাতে কফির উদাহরণ, কী বললেন প্রশান্ত কিশোর?