গঙ্গারামপুর: টেট উত্তীর্ণ রাঘো সিংয়ের মৃত্যুর ঘটনায় রবিবার গঙ্গারামপুরে ধিক্কার ও মৌনমিছিল করল বিজেপি যুব মোর্চা। জানা গিয়েছে, বালুরঘাট নেপালি পাড়ার বাসিন্দা ছিলেন রাঘো সিং। টেট পাশের পর দু’বার ইন্টারভিউ দিলেও পাননি নিয়োগপত্র। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা কোনও মন্তব্য না করলেও সামাজিক মাধ্যমে গর্জে ওঠেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা। এরপরই এদিন গঙ্গারামপুরে ধিক্কার ও মৌনমিছিল করল বিজেপি যুব মোর্চা। গঙ্গারামপুর শহরের কালিতলায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় থেকে মৌনমিছিল শুরু হয়। মিছিলটি কালিতলা বাজার পরিদর্শন করে চৌপথিতে শেষ হয়। সেখানে পুরসভার স্মরণিকা স্তম্ভের সামনে বিজেপি নেতা কর্মীরা রাঘো সিংয়ের আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বালান। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধূরী, বিজেপি যুব মোর্চার জেলা সহ-সম্পাদক উজ্জ্বল দেবনাথ সহ অন্যান্যরা।
উদয়পুরের হত্যাকারীর সঙ্গে বিজেপি যোগ? দাবি করছে কংগ্রেস
ডিজিটাল ডেস্ক : বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) সমর্থন করায় প্রাণ খোয়াতে হয়েছে উদয়পুরের এক ব্যক্তি কানহাইয়ালালকে। উদয়পুরের...
Read more