কলকাতা: বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযান ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার বাধল। এসএসসিতে লাগামছাড়া দুর্নীতির প্রতিবাদে এদিন সংগঠনের তরফে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। বিকাশ ভবনের আগেই যুব মোর্চা কর্মীদের মিছিল ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বিক্ষোভ সামাল দিতে এদিন প্রচুর সংখ্যক পুলিশ বিকাশ ভবনের আশপাশে মোতায়েন করা হয়েছিল। যুব মোর্চা কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। বাধ্য হয়ে বিক্ষোভকারীদের হটাতে জলকামান ব্যবহার করে পুলিশ।
আরও পড়ুন : গাংনাপুর গণধর্ষণ মামলায় কলকাতা হাইকোর্ট দিল চাঞ্চল্যকর নির্দেশ