নিউজ ডেস্ক: নীতিশ কুমারের দলকে সমর্থনের অপরাধে এক বৃদ্ধকে চড় মারার অভিযোগ উঠল তেজস্বী যাদবের দলের বিরুদ্ধে। জানা গিয়েছে, সম্প্রতি এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় চাওর হয়েছে। আর সেই ঘটনার একটি ভিডিও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তাঁর মাইক্রো ব্লগিং সাইটে শেয়ার করে এমনটাই দাবি করে বসলেন।
ये विडीओ मधेपुरा का है जहां तीर (जेडीयू) पर वोट देने की बात कही तो आरजेडी समर्थकों ने बुजुर्ग की पिटाई कर दी…
आरजेडी मतलब बिहार में गुंडाराज।#JeetegaNDA pic.twitter.com/oIupU8cNWh
— Amit Malviya (@amitmalviya) November 7, 2020
শনিবার সকাল থেকে বিহারে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। আর তারই মধ্যে এদিন সকালে ওই ভিডিওটি টুইট করেন অমিত। পোস্টে তিনি দাবি করেন, ভিডিওটি বিহারের মাধেপুরার। সেখানে তির চিহ্নে ভোট দেওয়ার কথা বলায় আরজেডি সমর্থকরা চড়াও হয় এক বৃদ্ধের উপরে। তিনি লেখেন, বিহারে আরজেডি মানেই গুন্ডারাজ।
অন্যদিকে, অমিত মালব্যের শেয়ার করা ভিডিওয় অপমানিত বৃদ্ধকে চোখের জল মুছতে দেখা যায়। ভোটের দিন সকালে অমিতের টুইট করা এই ভিডিও ভোটারদের উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।