বুনিয়াদপুর: বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সংখ্যালঘু মোর্চার জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বুনিয়াদপুরে (Buniadpur) । মঙ্গলবার দুপুরে বুনিয়াদপুর বিজেপির কার্যালয়ে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ দিনাজপুর বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্মেলনে রাজ্য সভাপতির উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহাল মহলের ধারণা। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী, বিজেপি মাইনরিটি মোর্চার জেলা সভাপতি আমিনুল হক, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক বুধরাই টুডু প্রমুখ। কয়েক ঘণ্টা ধরে চলা সম্মেলনে সাংগঠনিক ছাড়া আসন্ন পঞ্চায়েত নির্বাচনের রূপরেখা নির্ধারণ হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে নিচুতলার কর্মীদের একজোট হয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন : অসম থেকে গাঁজা পাচারের চেষ্টা, পুলিশের জালে মহিলা সহ ৫