ডিজিটাল ডেস্কঃ চলতি সপ্তাহে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু তার আগেই গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। সম্প্রতি বিজেপির একটি পোস্টার প্রকাশ্যে এসেছে। এই পোস্টারে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রয়েছে নিচে। তার ওপরে একদিকে রয়েছে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর ছবি, অন্যদিকে রয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডার ছবি। আর এই পোস্টার ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রীর ছবি নিচে দিয়ে তাঁকে অসম্মান করা হয়েছে। একই সাথে পোস্টারে নেই দিলীপ ঘোষের ছবিও। সেক্ষেত্রে গেরুয়া শিবিরের একাংশ এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে দাবী করছেন। আর এই নিয়ে নতুন করে আবারও গেরুয়া শিবিরে আদি ও নব্য দ্বন্দ্বের সূত্রপাত হল বলে মনে করা হচ্ছে।
আরওপড়ুনঃ কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়? জেনে নিন