নয়াদিল্লি: বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গাকে গ্রেপ্তার করল পঞ্জাব পুলিশ। পশ্চিম দিল্লিতে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন আম আদমি পার্টি (আপ)-র বিধায়ক নরেশ বালিয়ান। বাগ্গার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন আপ নেতা সানি সিং। তাঁর অভিযোগ, এই বিজেপি নেতা উসকানিমূলক বিবৃতি দিয়েছেন, গুজব ছড়িয়েছেন এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক শত্রুতা তৈরি করার চেষ্টা করেছেন। এমনকি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে বাগ্গার বিরুদ্ধে।
দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শংকর বলেছেন, ‘এটি অত্যন্ত লজ্জাজনক যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর রাজনৈতিক বিরোধীদের ভয় দেখানোর জন্য ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন।’ এদিকে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটে লিখেছেন, ‘অরবিন্দ কেজিরওয়াল পঞ্জাবের পুলিশকে নিজ স্বার্থে ব্যবহার করছেন। বিরোধী রাজনৈতিক দলকে টার্গেট করা হচ্ছে।’ কার্যত হুঁশিয়ারির সুরেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘এর ফল ভালো হবে না। দলের প্রত্যেক কর্মীকে রক্ষা করার জন্য আমরা শেষ পর্যন্ত যাব।’
Arvind Kejriwal’s brazen misuse of Punjab police to target political opponents is not unexpected. He had been raging for this. But this won’t go down well. We will fight to secure every single karyakarta of ours and ensure that Kejriwal learns how to handle power the hard way…
— Amit Malviya (@amitmalviya) May 6, 2022
আরও পড়ুন: থানার ভেতরেই মহিলাকে বেল্ট দিয়ে মারধর! সাসপেন্ড ২ পুলিশ আধিকারিক