ভুপাল: মধ্য প্রদেশের জবলপুরে ভারতীয় সেনার ওয়ার্কশপে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ সেনাবাহিনীর জিসিএফ কারখানায় এই বিস্ফোরণটি হয়েছে৷ এই দুর্ঘটনায় একজন সেনা জওয়ানে মৃত্যু হয়েছে৷ একই সঙ্গে তিন নিরাপত্তা কর্মী গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ আহতরা স্থানীয় সেনা হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, সুরক্ষা ইনস্টিটিউট ৫০৬ আর্মি বেস ওয়ার্কশপের জিসিএফ কারখানার বন্দুক মেরামত বিভাগে নাইট্রোজেন গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটে।
শনিবার জবলপুর জেলার খামারিয়া এলাকায় অবস্থিত ৫০৬ আর্মি বেস ওয়ার্কশপে এই ঘটনা ঘটে। এই ওর্য়াকশপের এআরজি বিভাগে ড্রিলের কাজ চলছিল৷ এতে ১৩০ মিমি কামানের বিস্ফোরণ সিলিন্ডার পড়ে য়ায়৷ নাইট্রোজেন গ্যাস ভরা সিলিন্ডারের বিস্ফোরণে এক সামরিক জওয়ান ঘটনাস্থলেই মারা যায়। আহত হয়েছেন তিন সেনা জওয়ান।
এই ঘটনার তথ্য পেয়ে কর্মচারী সংস্থাগুলিতে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়৷ অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনের কর্মকর্তারা এবং অন্যান্য সংস্থাগুলি এই ঘটনার জন্য ৫০৬ আর্মি বেস ওয়ার্কশপের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার মনোজ কুমারকে আটকে রেখেছে। তাদের বক্তব্য, একদিকে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী করোনার কারণে সমস্ত ইউনিট বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তারপরে হঠাৎ কীভাবে কর্মশালায় কাজটি শুরু হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে ১৯ মার্চ সেন্ট্রাল সিকিউরিটি ইনস্টিটিউটে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। অগ্নিকাণ্ডের কারণে কারখানার এফ ২ সেকশনের ১৪৭ নম্বর ভবনে আগুন লেগেছিল৷ ঘটনায় পুরো ভবনটি উড়ে যায়।