নাগরাকাটা, ২০ জানুয়ারিঃ সোমবার থেকে নাগরাকাটায় শুরু হল ব্লক ছাত্র যুব উৎসব। চলবে মঙ্গলবার পর্যন্ত। যুব কল্যাণ দপ্তর আয়োজিত প্রতিযোগিতা মূলক এই উৎসব স্থানীয় আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে আয়োজন করা হয়েছে। এদিন প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা, পঞ্চায়েত সমিতির সভাপতি ফিরোজ নুর পাটোয়ারী, বিডিও স্মৃতা সুব্বা, ব্লক যুব কল্যাণ আধিকারিক আব্দুল মান্নান মণ্ডল প্রমুখ।
চোলাইয়ের কারবার রুখে দিয়েছে মাশরুম
মাশরুম চাষ করে চেলাই মদের কারবার রুখে নজির ডালখোলায় I
Read more