কোচবিহার, ২৮ সেপ্টেম্বর: রক্তদান শিবিরের আয়োজন করল কোচবিহারের ইউনাইটেড বাজারের মাঠ দুর্গোৎসব কমিটি। শনিবার মন্ডপ চত্বরেই এই শিবিরের আয়োজন করা হয়। শিবির থেকে সংগৃহীত ৫০ ইউনিট রক্ত কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়েছে বলে জানান পুজোর উদ্যোক্তা সব্যসাচী দেবনাথ। তিনি বলেন, ‘এবার আমাদের ৬তম বর্ষ দুর্গোৎসব। দিল্লির পার্লামেন্টের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। পুজো উপলক্ষে সারা বছর ধরেই সামাজিক কাজকর্ম চসে আমাদের’।