হলদিবাড়ি: আমবাগান স্টার সংঘ পরিচালিত স্বর্গীয় ধীরাজকুমার রায় চ্যাম্পিয়ন এবং সুরবালা রায় রানার্স আপ এক দিবসীয় আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল বিএমডি বড়ুয়া পাড়া। মঙ্গলবার উত্তর বড় হলদিবাড়ি আমবাগান জাতীয় সংহতি ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ১-০ গোলে আয়োজক দলকে পরাজিত করে।
গোল করে খেলার সেরা হন বিজয়ী দলের সুশান্ত রায়। বেস্ট গোলকিপার নির্বাচিত হন দীপাঞ্জন দাস। এদিন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোজকুমার রায় ও বাবুল রায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্টার সংঘ ক্লাবের সম্পাদক কনক রায়, সদস্য বলায় প্রদীপ রায় প্রমুখ।
- Advertisement -