ঢাকা: হৃদরোগে আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া(Khaleda Zia)। শনিবার তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তড়িঘড়ি মেডিকেল বোর্ড গঠন করা হয়। হাসপাতাল সূত্রে খবর, খালেদা জিয়ার দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি নেত্রী এর আগেও শারীরিক সমস্যা নিয়ে বিদেশে চিকিৎসাধীন ছিলেন। এই মুহূর্তে বাংলাদেশেই রয়েছেন তিনি।
আরও পড়ুন : এ কোন রোগে আক্রান্ত হয়েছেন জাস্টিন বিবার? কবে সুস্থ হবেন?