মেঙ্গালুরু: কর্ণাটকের (Karnataka) উত্তর ও দক্ষিণ কন্নড় জেলায় ধসে প্রাণ হারিয়েছেন ছয় বাসিন্দা। এর মধ্যে ধসে পড়া পাহাড়ের স্তূপের মধ্যে থেকে দুই বোনের দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর সময়েও দুই বোন একে অন্যের হাত ধরে ছিল। একইসঙ্গে উদ্ধার হয়েছে একই পরিবারের আরও চারজনের দেহ। নিহতরা উত্তর কন্নড় জেলার ভাটকল তালুকের মুত্তাল্লি এলাকার বাসিন্দা ছিলেন।
মৃত দুই বোনের নাম শ্রুতি (১১) ও জ্ঞানশ্রী (৬)। তারা দক্ষিণ কন্নড় জেলার সুব্রহ্মণ্য এলাকার বাসিন্দা। তাদের বাড়ির উপর পাহাড়ের একাংশ ভেঙে পড়ে। সেখানেই পিষ্ট হয়ে যায় দুই বোন। ধস সরিয়ে তাদের দেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন : দেশে আজ দৈনিক করোনা সংক্রমণ কত? জানুন