খড়িবাড়ি: রেললাইনের ধার থেকে উদ্ধার এক যুবকের রক্তাক্ত দেহ। রবিবার বাতাসি রেলস্টেশন সংলগ্ন রেললাইনের ধার থেকে দেহটি উদ্ধার হয়েছে। মৃতের নাম হরেকৃষ্ণ মল্লিক। বাড়ি বাতাসির আন্ধারুজোত এলাকায়। ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
জানা গিয়েছে, বছর ২৭-এর ওই যুবক পেশায় রাজমিস্ত্রি ছিলেন। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার হরেকৃষ্ণ দোল খেলতে বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যায় স্থানীয় যুবকদের তিন-চারজনের একটি দল বাড়িতে এসে হরেকৃষ্ণের খোঁজ করে। তারা হরেকৃষ্ণকে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। এরপর ছেলে আর রাতে ফেরেনি। এদিন সকালে মৃত্যুর খবর আসে। তাঁর শরীরে রং মাখা ছিল বলে জানা গিয়েছে। ছেলেকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের মাথায় গভীর ক্ষত রয়েছে। রেল পুলিশ ও খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।