জটেশ্বর, ৫ জুনঃ নদীর পাড় থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম প্রদীপ কন্ঠ (৪৫)। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে জটেশ্বর ১ গ্রাম পঞ্চায়েতের হেদায়েত নগর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার মুজনাই নদীর পাড়ে একটি গাছে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় জটেশ্বর ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সংবাদদাতাঃ শান্ত বর্মন
- Advertisement -