গোয়ালপোখর: সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হল নিখোঁজ শিশুকন্যার দেহ। গোয়ালপোখর থানার গতি গ্রাম পঞ্চায়েতের বুচাগাড়ি এলাকার ঘটনা। গত তিনদিন ধরে নিখোঁজ ছিল শিশুটি। শনিবার বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশুর দেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় চার মাসের শিশুটি। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্য়ায় দেহটি মেলে। কেউ ওই শিশুটিকে সেপটিক ট্যাংকে ফেলে দিয়েছেন বলে অভিযোগ পরিবারের। পুলিশের কাছে ঘটনার তদন্তের দাবি জানিয়েছে তারা।
ইসলামপুর জেলা পুলিশের পুলিশ সুপার শচীন মক্কর জানান, দেহটি উদ্ধার করে ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।