সাহেবগঞ্জ: এক প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দিনহাটার (Dinhata) বামনহাট ২ গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকায়। মৃতার নাম আমিরজান বিবি (৫৫)। রবিবার তাঁর দেহটি উদ্ধার করে সাহেবগঞ্জ থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে শোবার ঘরে আমিরজানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর যায় সাহেবগঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী স্বামী!