কলকাতা: এক তরুণের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। জিটি রোডের ১০ নম্বর রেলগেটের কাছে ওই তরুণকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
মৃতের বাবার অভিযোগ, গত কয়েকদিন ধরে তাঁর কাছে তোলা চাইছিল কয়েকজন দুষ্কৃতী। তা না দেওয়ায় তাঁর ছেলেকে খুন করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।