কুশমণ্ডি: বাড়ির অদূরে ডোবা থেকে উদ্ধার হল ৫৭ বছরের এক প্রৌঢ়ার দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) কুশমণ্ডি ব্লকের লোহাগঞ্জ গ্রামে। মৃত প্রৌঢ়ার নাম লক্ষ্মী মুর্মু।
প্রৌঢ়ার জামাই বাবুরাম হাঁসদা জানিয়েছেন, তাঁর শাশুড়ি বাড়িতে একাই থাকতেন। তবে কয়েক মাস ধরে শাশুড়ির ননদ সমবয়সী ফুলকুমাড়ি হাঁসদা এসে থাকতেন। শনিবার সন্ধ্যার পর লক্ষ্মী মুর্মুকে আর দেখা যায়নি। রবিবার সকালে বাড়ির অদূরে একটি ডোবায় তাঁর দেহটি পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। কুশমণ্ডি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠায়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইসি তপন পাল।
আরও পড়ুন : সরকারি বাসের ধাক্কায় মৃত্যু সবজি বিক্রেতার