ধূপগুড়ি: নদী থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ। ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি ব্লকের ঝাড় শালবাড়ির রায় পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে ডুডুয়া নদী থেকে ওই মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। যদিও বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি। সেক্ষেত্রে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা আবু হানিফা জানান, মঙ্গলবারের বৃষ্টিতে অন্য কোনও এলাকা থেকে ভেসে আসতে পারে মৃতদেহটি। তাঁর দাবি মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা নন। পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।