কলকাতা: সাতসকালে রাস্তা থেকে উদ্ধার হল এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি বেহালার জয়শ্রী পার্ক এলাকার। মৃত মহিলার নাম নীলা ভট্টাচার্য। বয়স ৪২ বছর। বেহালার আনন্দ পল্লিতে থাকতেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, নেশা করতেন ওই মহিলা। যখন-তখন বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি। বুধবার রাতেও হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। রাতে তাঁকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। এরপরেই এদিন সকালে রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মাথার পিছনে ক্ষতচিহ্ন রয়েছে তাঁর। কিছু ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে মাথায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান তাঁকে খুন করা হয়েছে। তবে পিছন দিকে পড়ে মাথায় আঘাত লাগারও সম্ভাবনা রয়েছে। ময়নাতদন্তের পরই ওই মহিলার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বেহালার রাস্তা থেকে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ
- Advertisement -