দুর্গাপুর: বায়ুসেনার বিশেষ বিমানে বৃহস্পতিবার রাত পৌনে আটটার সময় পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ের এয়ারবেসে নামে শহিদ রাজেশ ওরাংয়ের দেহ। রাজ্য সরকারের তরফে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, আসানসোল পুরনিগমের মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি সহ অন্যরা।
সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ানে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। শহিদ জওয়ানদের একজন হলেন বাংলার রাজেশ ওরাং।
- Advertisement -

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে শহিদের দেহ শায়িত থাকবে পানাগড়ের সেনা হাসপাতালে। শুক্রবার ভোর পাঁচটার সময় দেহ নিয়ে কনভয় বীরভূমের মহম্মদবাজার থানার বেলগড়িয়া গ্রামে শহিদ রাজেশ ওরাংয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হবে।