করণদিঘি: বিহার থেকে উদ্ধার হল করণদিঘির নিখোঁজ যুবকের দেহ। মৃতের নাম রামেশ্বর সিংহ (২৬)। বাড়ি করণদিঘির মোহনপুর গ্রামে। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর বিহারের মধুবনি জেলার ডিএবি চক এলাকা থেকে তাঁর দেহটি উদ্ধার হয়েছে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে কর্ণরোডে নিজের দোকানের উদ্দেশ্যে যান রামেশ্বর। তারপর থেকে তাঁর আর খোঁজ মেলেনি। মোবাইল বন্ধ থাকায় তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগও করা যায়নি। মঙ্গলবার বিহারের মধুবনি থেকে ফোন মারফত রামেশ্বরের মৃত্যুর খবর পান পরিবারের লোকেরা। সেখানে দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। রামেশ্বরকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial