রায়গঞ্জ: নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে করণদিঘি ব্লকের ডালখোলা থানার বাজারগাঁও এলাকায়। রবিবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে দেহটি উদ্ধার হয়েছে। মৃতের নাম সইদুর রহমান (৩৮)। তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মৃতের দাদা জিয়াউল হকের অভিযোগ, সইদুরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কালীপুজোর রাতে সইদুরকে এক ব্যক্তি বাইকে তুলে নিয়ে যায়। সেদিন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর এদিন সইদুরের দেহ উদ্ধার হয়। ঘটনায় ডালখোলা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
টাকার লেনদেন নিয়ে বিবাদের জেরে এই খুন বলে মনে করছে পুলিশ। ইসলামপুর পুলিশ সুপার সচিন মক্কার জানান, দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।