গোয়ালপোখর: মাস খানেক আগে গোয়ালপখোরের গোয়াগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার মহম্মদ শামসুল নামে এক ব্যক্তি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে গোয়ালপোখর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও পুলিশ শামিসুলের কোনও হদিস পেতে ব্যর্থ হয়। অবশেষে শনিবার বগলাডাঙ্গী পেট্রোল পাম্পের পাশে সরিষা খেত থেকে তাঁর দেহ উদ্ধার হল। এদিন স্থানীয় বাসিন্দারা দেহ দেখতে পেয়ে খবর দেন গোয়ালপোখর থানায়। ছুটে আসে পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শামসুলের পরিবারের লোকজন দেহ শনাক্ত করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।
আরও পড়ুন : রাস্তার দাবিতে রাস্তা কেটে প্রতিবাদে মহিলারা