নকশালবাড়ি: প্রাতর্ভ্রমণে বেরিয়ে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি(Naxalbari) থানার অটল চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ে টু-এর পাশে। স্থানীয় সূত্রের খবর, হাতিঘিসার চানাপট্টির বাসিন্দা যমুনা মাহাতো এদিন প্রাতর্ভ্রমণে বের হন। পরে জাতীয় সড়ক থেকে প্রায় ২০ ফুট দূরে চা বাগানের পাশে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরা নকশালবাড়ি থানায় খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানিয়েছেন, দেহের পাশেই হাতির পায়ের ছাপ ছিল। খবর পেয়ে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরাও ঘটনাস্থলে যান। তবে যুবকের মৃত্যু কীভাবে হয়েছে, তা কেউই বলতে পারেননি। গাড়ির ধাক্কায় না হাতির হানায় যুবকের মৃত্যু হয়েছে, নাকি এর পেছনে অন্য রহস্য রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।